চট্টগ্রামের খুলশী ও পাঁচলাইশ থানার ওসির পরিবর্তন হয়েছে। পাঁচলাইশের ওসি নাজিম উদ্দিন মজুমদারকে নগর পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমাকে পাঠানো হয়েছে পাঁচলাইশে।
খুলশীতে ওসি করে পাঠানো হয়েছে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদারকে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পীনা রানী প্রামাণিক জানান সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় রোববার বদলির এই আদেশ দিয়েছেন।
দুই থানার ওসির পাশাপাশি আরও তিন পরিদর্শকও বদলি হয়েছেন। এসবি’র পরিদর্শক এআই এম তৌহিদুল করিমকে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত), একই দপ্তরের রফিক উল্লাহকে প্রসিকিউশন শাখায়, প্রসিকিউশন শাখার পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা শাখার উত্তর বিভাগে বদলি করা হয়েছে।