আবদুল কাদের
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অডিটরিয়ামে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কর্ম ও জীবনীভিত্তিক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে ।
এই সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
মন্ত্রী বঙ্গবন্ধুর জীবনের সংগ্রামের নানা অধ্যায় আলোচনা করেন। তিনি বলেন বিশ্বের মহান সব নেতাদের কাতারে জাতির পিতার অবস্থান উজ্জ্বল বলেও আলোচনায় জানানো হয়।
এ ভূখণ্ডের পরাধীন মানুষের স্বপ্নের স্বাধীনতা ১৯৭১ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত হলেও হীন চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারীদের কারণে নির্মম ১৫ আগস্টে জাতির পিতার হত্যাকাণ্ডের ফলে সোনার বাংলা তিনি প্রতিষ্ঠা করতে পারেন নি। তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত বাংলাদেশ বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে বলেও বক্তব্যে জানানো হয়।
আলোচনা শেষে ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।