৩১ নং আলকরণ শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্দোগে ১৫ আগষ্ট রাত ৮টায় যথাযথ মর্যদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্বরে এই শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কামাল পারভেজ বাদল । সংসদের কার্যকরি সভাপতি সালাউদ্দিন এই অনুষ্ঠান সঞ্চালন করেন।
কেন্দ্রিয় রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এই সভায় প্রধান অতিথি ছিলেন ।শোক সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় রেলওয়ে শ্রমিক লীগের অর্থ সম্পাদক জাকারিয়া পিন্টু, দৈনিক আজাদীর সাংবাদিক ঋর্তৃক নয়ন, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান সাইদুল ইসলাম, কর আইনজীবি মোঃ মাহবুবুর রহমান ও শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক জুয়েল হোসেন।
প্রসংগত কামাল পারভেজ বাদল ও জুয়েল হোসেনের যৌথ আয়োজনে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।