বুধবার ৯ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণ পদ রায় স্বাক্ষরিত এক আদেশে এই রদবদল করা হয়েছে।
জানা গেছে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) পংকজ দত্তকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) আশরাফুল করিমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) কাজী হুমায়ুন রশীদকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এমটি) পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপারেশন্স) পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এমটি) কীর্তিমান চাকমাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) পদে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) শেখ সাব্বির হোসেনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) পদে এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিককে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) পদে বদলি করা হয়।
এর আগে, মঙ্গলবার (৮ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯ জন অতিরিক্ত পুলিশ সুপার ও নয়জন সহকারী পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কর্মকর্তাও ছিলেন। তারা হলেন— অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনাহর আলী ও সহকারী পুলিশ কমিশনার মো. বেলায়েত হোসেন।