চট্টগ্রাম নগরের চান্দগাঁওস্থ দরবারে বারীয়া শরিফের সাজ্জাদানশীণ পীরে তরিকত শাহ্সুফি আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারী (মজিআ) বলেছেন, আহলে বাইতে রাসুল (দ.) ও আওলাদে রাসূল (দ.) গণই যুগে যুগে দেশে দেশে ইসলামের ঝান্ডা উড্ডীন রেখে অবিস্মরণীয় হয়ে আছেন। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হযরত সৈয়দ ইমাম জয়নুল আবেদীন (রাঃ) সহ আওলাদে রাসূল (দ.) গণের ইসলামের প্রচার প্রসারে অতুলনীয় অবদান কখনো অস্বীকার করা যাবে না। তাঁরাই হচ্ছেন দ্বীন ইসলামের রক্ষাকবচ। তেমনি এদেশের জমিনে সুন্নিয়ত ও দ্বীন প্রচারে বলিষ্ঠ ভূমিকা রাখেন হযরত শাহ্সূফি আল্লামা সৈয়দ আবদুল বারী শাহজি পীর সাহেব কেবলা (রহ.)।
হযরত সৈয়দ ইমাম জয়নুল আবেদীন (রাঃ) এর সালানা চাহরম শরীফ এবং হযরত মখদুম শাহ্ জুলফিকার শাহজী পীর বাবাজান কেবলা সৈয়দ আবদুল বারী শাহ্ (রহ.) এর সালানায়ে ওরশে ক্বামরী মাহফিল দরবারে বারীয়া শরিফের উদ্যোগে ০৯ আগস্ট অনুষ্ঠিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে সৈয়দ শামসুদ্দোহা বারী একথা বলেন। এতে মুখ্য আলোচক ছিলেন দরবারে নায়েবে সাজ্জাদানশিন বিশিষ্ট বক্তা পীরজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী। তিনি বলেন আওলাদে রাসূলের (দ.) ত্যাগের সিঁড়ি রেয়ে বিশ্বজুড়ে ইসলামের বিকাশ ও বিস্তৃতি ঘটেছে। তাই তাঁদের স্মরণ ও অনুসরণ দুটোই ঈমানের দাবি। পীরে তরিকত শাহ্সূফি আল্লামা সৈয়দ আবদুল বারী (রহ.) এর অসামান্য দ্বীনি খেদমত, মানবসেবা ও দানশীলতার নানা দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। মাহফিলে বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা সৈয়দ সাইফুল ইসলাম বারী। এসময় দরবারের অন্যান্য শাহজাদা, ওলামা মাশায়েখ ও অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং বিশ্বের নিপীড়িত মজলুম মনবতার পরিত্রাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করন পীরে তরিকত শাহ্সূফি আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারী (মজিআ)।