1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
দরবারে বারীয়া শরীফে মাহফিলে সৈয়দ শামসুদ্দোহা বারী যুগে যুগে ইসলামের প্রচার প্রসারে আওলাদে রাসূলের (দ.) অবদান রয়েছে - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানপ্রদ আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক ১৩ তম রাফি স্মৃতি টি-টুয়েন্টি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’২৫ ফাইনাল খেলা সম্পন্ন ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

দরবারে বারীয়া শরীফে মাহফিলে সৈয়দ শামসুদ্দোহা বারী যুগে যুগে ইসলামের প্রচার প্রসারে আওলাদে রাসূলের (দ.) অবদান রয়েছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২২৭ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম নগরের চান্দগাঁওস্থ দরবারে বারীয়া শরিফের সাজ্জাদানশীণ পীরে তরিকত শাহ্সুফি আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারী (মজিআ) বলেছেন, আহলে বাইতে রাসুল (দ.) ও আওলাদে রাসূল (দ.) গণই যুগে যুগে দেশে দেশে ইসলামের ঝান্ডা উড্ডীন রেখে অবিস্মরণীয় হয়ে আছেন। নবী বংশের উজ্জ্বল নক্ষত্র হযরত সৈয়দ ইমাম জয়নুল আবেদীন (রাঃ) সহ আওলাদে রাসূল (দ.) গণের ইসলামের প্রচার প্রসারে অতুলনীয় অবদান কখনো অস্বীকার করা যাবে না। তাঁরাই হচ্ছেন দ্বীন ইসলামের রক্ষাকবচ। তেমনি এদেশের জমিনে সুন্নিয়ত ও দ্বীন প্রচারে বলিষ্ঠ ভূমিকা রাখেন হযরত শাহ্সূফি আল্লামা সৈয়দ আবদুল বারী শাহজি পীর সাহেব কেবলা (রহ.)।
হযরত সৈয়দ ইমাম জয়নুল আবেদীন (রাঃ) এর সালানা চাহরম শরীফ এবং হযরত মখদুম শাহ্ জুলফিকার শাহজী পীর বাবাজান কেবলা সৈয়দ আবদুল বারী শাহ্ (রহ.) এর সালানায়ে ওরশে ক্বামরী মাহফিল দরবারে বারীয়া শরিফের উদ্যোগে ০৯ আগস্ট অনুষ্ঠিত স্মরণসভা ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে সৈয়দ শামসুদ্দোহা বারী একথা বলেন। এতে মুখ্য আলোচক ছিলেন দরবারে নায়েবে সাজ্জাদানশিন বিশিষ্ট বক্তা পীরজাদা আল্লামা সৈয়দ মুহাম্মদ মোকাররম বারী। তিনি বলেন আওলাদে রাসূলের (দ.) ত্যাগের সিঁড়ি রেয়ে বিশ্বজুড়ে ইসলামের বিকাশ ও বিস্তৃতি ঘটেছে। তাই তাঁদের স্মরণ ও অনুসরণ দুটোই ঈমানের দাবি। পীরে তরিকত শাহ্সূফি আল্লামা সৈয়দ আবদুল বারী (রহ.) এর অসামান্য দ্বীনি খেদমত, মানবসেবা ও দানশীলতার নানা দৃষ্টান্ত তুলে ধরেন তিনি। মাহফিলে বক্তব্য রাখেন শাহজাদা মাওলানা সৈয়দ সাইফুল ইসলাম বারী। এসময় দরবারের অন্যান্য শাহজাদা, ওলামা মাশায়েখ ও অসংখ্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন মিলাদ কিয়াম শেষে মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি এবং বিশ্বের নিপীড়িত মজলুম মনবতার পরিত্রাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করন পীরে তরিকত শাহ্সূফি আল্লামা সৈয়দ শামসুদ্দোহা বারী (মজিআ)।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla