জামালপুরে মেলান্দহ উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে সাবেক এক ছাত্রলীগ নেতার বিয়ের অনুষ্ঠান আয়োজনের অভিযোগ উঠেছে।
শনিবার (৫ আগস্ট) দুপুরে মেলান্দহ থানার সামনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিয়ের প্রীতিভোজ অনুষ্ঠান শুরু হয়।
ওই ছাত্রলীগ নেতার নাম মো. বিজয় হাসান খান। তিনি মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
সরেজমিনে দেখা যায়, শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ের ঢোকার পথেই বিয়ের গেট সাজানো। কার্যালয়ের ভেতরে মাঠে প্যান্ডেল বসানো হয়েছে।
বিএনপির দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় সাত দিন ধরে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলের সাজসজ্জার কাজ শুরু হয়। কার্যালয়ের ভেতরে ঢোকার সব পথ বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত সাতদিন ধরেই দলীয় কার্যালয় বন্ধ রয়েছে।
বিএনপির স্থানীয় নেতাকর্মীরা জানান, বিয়ের অনুষ্ঠানের জন্য দলীয় কার্যালয়ের ভেতর কেউ যেতে পারছে না।
মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল আলম সিদ্দিকী জানান, আমাদের দলীয় কার্যালয়ের বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেল করার জন্য কোনো অনুমতি নেয়নি। এ বিষয়ে আমার সঙ্গে কেউ কোনো কথাও বলেনি।
ছাত্রলীগ নেতা বিজয়ের বাবা কামরুল হাসান খান জানান, ‘বিএনপির দলীয় কার্যালয়ে সঙ্গেই আমার বাসা। আশপাশে কোনো ফাঁকা জায়গা নেই, যেখানে অনুষ্ঠান করব। অনুষ্ঠানের জন্য পার্টি অফিসের কোনো সমস্যা নেই। জায়গার মালিকের সঙ্গে কথা বলেছি।’