বিশেষ প্রতিনিধি
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী ও হালিশহর) আসনের উপ নির্বাচনে ১১৭ নম্বর মোল্লাপাড়া ভোটকেন্দ্র। তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি।কেন্দ্রটিতে ভোটার আছে দুই হাজার ৩৪৬টি। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটে এ কেন্দ্রের ৬টি বুথে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৮টি।
কেন্দ্রটি ঘুরে দেখা গেছে, এক ঘণ্টা ৫০ মিনিটে এ কেন্দ্রের এক নম্বর বুথে ভোট পড়েছে ১০টি, দুই নম্বর বুথে ৬টি, তিন নম্বর বুথে ৩৯১টি ভোটের মধ্যে একটি ভোটও পড়েনি। চার নম্বর বুথে সাতটি, পাঁচ নম্বর বুথে দুটি, ছয় নম্বর বুথে তিনটি করে ভোট পড়েছে।
এ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা পুলক কুমার বড়ুয়া জানান, ‘সকালে ভোটারের উপস্থিতি কম। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে।’
এ কেন্দ্রের তিন নম্বর বুথের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা আনসার উল্লাহ বলেন, ‘তিন নম্বর বুথে ৩৯১ জন নারী ভোটার আছেন। সকাল ১০টা পর্যন্ত কোনও ভোট পড়েনি।’
এ কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ প্রার্থীর এজেন্ট থাকলেও বাকি চার প্রার্থী এ কেন্দ্রে এজেন্ট দেয়নি।