মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপির ৩ কর্মীকে আটকের পর ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে মতিঝিল থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ২৭ জুলাই) দুপুর ২ টায় ফকিরাপুল এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল। পরবর্তীতে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে ৬ ঘন্টা পর সন্ধ্যায় তাদের ছেড়ে দেয়া হয়। আটককৃতরা হলেন,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, জোরারগঞ্জ থানা যুবদল সদস্য মোঃ নিজাম উদ্দিন ও ২ হিংগুলী ইউনিয়ন যুবদল যুগ্ন আহ্বায়ক মোঃ শাহিন ।
ইফতেখার মাহমুদ জিপসন জানান, তাদেরকে ২৭ জুলাই বৃহস্পতিবার দুপুর ২ টায় ফকিরাপুল এলাকায় মতিঝিল থানা পুলিশের এসআই নজরুল ও এসআই আশরাফুল সহ ৮জনের একটি পোর্স তল্লাশি চালায়। এসময় মোবাইলে বিএনপির আন্দোলন সংশ্লিষ্ট ছবি, ব্যানার,ফেস্টুন ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত থাকার প্রমান পেয়ে পুলিশ ভ্যানে তুলে নেয়। তবে থানায় না নিয়ে মতিঝিল থানা এলাকায় বিভিন্ন স্থানে ঘুরানোর পর ১৫ হাজার টাকা সন্ধ্যায় ছেড়ে দেয়া হয়। এসময় তারা ৩ টি সাধা কাগজে স্বাক্ষর নেয় ও একটি ভিডিও ধারণ করে । সেখানে বলতে বাধ্য করা হয় যে আমাদেরকে সন্দেহ জনক ভাবে আটক করা হয় এবং উদ্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছেড়ে দেয়া হয়। তবে কোন প্রকার টাকা পয়সা নেয়া হয়নি।
এব্যাপারে জানতে মতিঝিল থানার এসআই নজরুলের ফোন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে এসআই আশরাফুল ৩ বিএনপি কর্মীকে ভ্যানে তুলে নেয়ার কথা স্বীকার করে বলেন আমার সাথে নজরুল নামে একজন ইনচার্জ ছিলেন উনার সাথে কথা বলুন। উনার নেতৃত্বে তাদের আটক করা হয়েছিল। তবে তাদের কতোক্ষণ আটক করে রাখা হয়েছিল সে ব্যাপারে আমার ধারণা নেই। তাদের কাছ থেকে সদা কগজে সাক্ষর কিংবা কোন টাকা পয়সার লেনদেন হয়নি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক তাদের ছেড়ে দেয়া হয়েছে।
মতিঝিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন ফকিরাপুল থেকে ৩ বিএনপি কর্মীকে আটক পরবর্তী ছেড়ে দেয়ার কোন তথ্য আমার কাছে নেই। সংশ্লিষ্ট অফিসারদের সাথে কথা বললে জানতে পারবো কেন তারা এমন করলো।
এদিকে মিরসরাই উপজেলা যুবদলের ৩ কর্মীকে আটকের পর হেনস্থা ও টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন মিরসরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।