মোঃ নাছির উদ্দিন. সীতাকুণ্ড
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ক্রীড়া প্রতিযোগিতায় জেলা পর্যায়ে ফাইনালে উঠেছে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ ফুটবল দল। গতকাল বিকাল ৩টায় পলোগ্রাউন্ড মাঠে সেমিফাইনালের ১ম খেলায় প্রতিপক্ষ রাউজান ইমাম গাজ্জালী ডিগ্রী কলেজ‘কে টাইব্রেকারে হারিয়ে ১ম বারের মতো জেলা পর্যায়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে দলটি। নির্ধারিত সময়ে উভয় পক্ষ গোল করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৭-৬ গোলে জয়লাভ করে দলটি। একই মাঠে আগামী ২৪ জুলাই ফাইনাল খেলায় সীতাকুণ্ড ডিগ্রী কলেজ মোকাবেলা করবে আনোয়ারা মেরিন একাডেমী স্কুল এণ্ড কলেজ ফুটবল দলের বিপক্ষে। এদিকে ১ম বারের মতো জেলা পর্যায়ে ফাইনাল খেলার সুযোগ পাওয়ায় পৌরসদরস্থ ডিগ্রী কলেজ ফুটবল দলকে ঘিরে ক্রিড়াপ্রেমী সীতাকুণ্ড বাসীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উৎসবের আমেজ। খেলায় বিজয়ী ডিগ্রী কলেজ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন সীতাকুণ্ড পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বদিউল আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম জজ আদালতের সিনিয়র আইনজীবি এডভোকেট এম.এন মোস্তফা নুর, সীতাকুণ্ড প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম বাহার এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল হোসেন। বিজয়ী টিমকে অভিনন্দন জানিয়ে আগামী ফাইনাল খেলায় সফলতা কামনা করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মুসা বলেন, ১ম বারের মতো জেলা পর্যায়ে ফাইনালে উঠেছে সীতাকুণ্ড ডিগ্রী কলেজ ফুটবল দল। দলের এ সাফল্যে টিম ম্যানেজার, প্রভাষক সৈয়দ মোঃ মোনায়েম, কোচ- মোঃ নুরুচ্ছাফা ও অফিস সহকারী- আলী আহাম্মদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কলেজ টিমের প্রয়োজনীয় উৎসাহ উদ্দীপনা বাড়াতে শতব্যস্থতার মাঝেও খেলার মাঠে উপস্থিতিসহ খেলোয়াড়দের আর্থিক ভাবে সহায়তা করায় কলেজের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আফাজ উদ্দিন, অধ্যাপক শহীদ হাসান মোঃ শাহরিয়ার চৌধুরী, অধ্যাপক অজিত কুমার দে ও প্রভাষক হুমায়ুন কবির সহ শিক্ষকদের বিশেষ ধন্যবাদ জানান তিনি।