মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ২৫ লাখ টাকা মূল্যের ৩৫ বোতল বিদেশী মদসহ মো. আব্দুল করিম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এসময় মাদক বহনে ব্যাবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাত ১১ টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি যাত্রীবাহী লেগুনা গাড়ি নং চট্টমেট্রো -ছ- ১১- ৩২৫৭ তল্লাশি চালিয়ে বিদেশী দামী ৩৫ বোতল মদ উদ্ধার করা হয়। প্রতি বোতলের মূল্য ৭০ হাজার করে মোট ২৫ লাখ টাকা প্রায়। অবৈধ মদ বহনের অপরাধে আটককৃত করিম উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মৃত নুরুল হকের পুত্র। সে লেগুনা চালকের আডালে মদের চালান করে আসছিল।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. কবির হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বড়তাকিয়া এলাকা থেকে ৩৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এসময় মাদক সরবরাহ কাজে নিয়োজিত একজনকে আটক করা হয়। আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা (নং ১৪) দায়ের করে শুক্রবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।