1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
মিরসরাইয়ের ঝর্নাগুলোতে বাড়ছে পর্যটক, অসতর্কতায় ঘটছে দূর্ঘটনা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানপ্রদ আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক ১৩ তম রাফি স্মৃতি টি-টুয়েন্টি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’২৫ ফাইনাল খেলা সম্পন্ন ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

মিরসরাইয়ের ঝর্নাগুলোতে বাড়ছে পর্যটক, অসতর্কতায় ঘটছে দূর্ঘটনা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

মোহাম্মদ নাছির উদ্দিন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় রয়েছে খৈয়াছড়া, রূপসী ঝরনা, লবণাক্ষ, নাপিত্তাছড়া, সোনাইছড়ি ও বাওয়াছড়াসহ বেশ কয়েকটি আকর্ষনীয় ঝরনা। গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরূপ ঝরনাগুলোর অবস্থান সহ প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণীতে প্রতিনিয়ত ভিড় করছে দেশী-বিদেশী পর্যটকেরা। বর্ষামৌসুমে ঝরনাগুলোর সৌন্দর্যের সাথে বহুগুণ বেড়ে যায় পর্যটকের সংখ্যা। সম্প্রতি খৈয়াছড়া ঝরনার অপরূপ সৌন্দর্যের স্বাক্ষী হয়েছেন সীতাকুণ্ড পৌরসদরস্থ আলী মার্কেটের ব্যবসায়ী মোঃ জসীম উদ্দিন ও ৭নং কুমিরা ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ ইউসুপ শামীম।

ভ্রমণপ্রেমীরা বলেন, মিরসরাই এর ঝরনাগুলো খুবই মনোরম। দৃষ্টিনন্দন ঝরনাগুলোর সৌন্দর্য দেখে পর্যটকদের অনেকেই নিজেদের স্মার্টফোনে স্মৃতি ধরে রাখার লোভ কিছুতেই সামলাতে পারে না। উপজেলার বিভিন্ন ঝরনায় ঘুরতে এসে গত কয়েক বছরে ১০ জনের মৃত্যূসহ অসংখ্য পর্যটক গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটলেও থামছেনা পর্যটকদের গাইড লাইন না নেওয়া কিংবা সাঁতার না জেনে ঝরনার নিচে অবস্থিত ক‚পে অসতর্কভাবে নেমে পড়ার প্রচেষ্ঠা। অতি উৎসাহী কিশোর ও তরুণ পর্যটকের মধ্যে নির্দেশনা মানার প্রবণতা খুবই কম, তারাই মূলত বেশি দুর্ঘটনার শিকার হ”ছে। গতকাল বিকালে সরেজমিনে মিরসরাই এর খৈয়াছড়া ঝরনায় গিয়ে দেখা যায় ১৮০-২০০ জন পর্যটকের অবস্থান। সেখানেও দেখা যায় পর্যটকেরা কোন প্রকার সতর্কতা না মেনে ঝরনার উপরে নিজেদের ছবি তোলতে অহেতুক ব্যস্থতা কিংবা পাশে বিপজ্জনক ঢালুতে শুয়ে থাকার দৃশ্য। এদিকে ২০ টাকার টিকিট কেটে পর্যটকেরা ঝরনা দেখতে গেলেও প্রবেশ পথ থেকে কোথাও সতর্কতামূলক কোনো দিক নির্দেশনা দেখা যায় নি। ইজারাদাররা জানান, ঝরনা এলাকায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে সতর্কতামূলক ব্যানার, ফেস্টুন লাগানো হয়েছে। তাছাড়া মৌখিক ভাবেও ঝুঁকির বিষয়টি পর্যটকদের নিয়মিত জানানো হয়। অথচ অতি উৎসাহী পর্যটকদের সেদিকে কোন নজর নেই। খৈয়াছড়া ঝরনায় কথা হয় সীতাকুণ্ডের দক্ষিণ ইদিলপুর, আমিরাবাদ ও হাসান গোমস্তাপাড়া এলাকা থেকে আগত পর্যটক মোহাম্মদ মহিউদ্দিন, শাহী ইমরান সুমন, মোঃ নিজাম উদ্দিন, শাহ আলম, সাইফুল ইসলাম ও আব্দুল্লাহ আল নোমানের সঙ্গে। ভ্রমণপ্রেমীরা বলেন, মিরসরাই এর ঝরনাগুলো খুবই মনোরম। দৃষ্টিনন্দন ঝরনাগুলোর সৌন্দর্যে পর্যটকদের দারূণভাবে মুগ্ধ করে। তারা আরো বলেন পর্যটকদের অনেকেই অতি উৎসাহী হয়ে বিপজ্জনক ঢালুতে চলাচল করে। এতে দেখা দেয় দুর্ঘটনায় সম্ভাবনা। পর্যটকেরা সচেতন হলে দুর্ঘটনা অনেকটা এড়ানো যেতো। উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, মিরসরাইয়ের ঝরনাগুলোর নিচে যে ক‚প রয়েছে, তা অনেকটা কলসির মতো। ঝরনার মুখের অংশ অপেক্ষাকৃত ছোট হলেও ভেতরের গভীরতা অনেক বেশী। এতে অগভীর মনে করে অনেক পর্যটক সাঁতার না জানা সত্বেও ক‚পে নেমে পড়ে, ফলে ঘটছে দূর্ঘটনা।

 

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla