চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক মেয়র, মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম-এর ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান শুরু করা হয়েছে। ১৪ জুলাই ২০২৩ খ্রি. বাদ জুমা এইচ এম ভবন অডিটরিয়ামে নারীদের বৃক্ষরোপনে উদ্বুদ্ধ করার জন্য এক নারী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম।
এতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, বর্তমান বাংলাদেশে নারী ও পুরুষ প্রায় সমান সমান। নারীদের অবহেলা করে দেশ-জাতির উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। সে বিবেচনায় আমরা নারীদের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করলাম। এ কর্মসূচি এক সপ্তাহব্যাপী পরিচালিত হবে। বাড়ির আঙ্গিনা পরিত্যক্ত জায়গা, কল কারখানার খালি জায়গায় বৃক্ষরোপন কর্মসূচি পরিচালিত হবে। তিনি তাঁর এই কার্যক্রমের সাথে সকলকে সহযোগী হওয়ার আহবান জানান। এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা করেন অত্র ট্রাস্টের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, শিক্ষার্থী ছৈয়দ নাবিদ আব্দুল্লাহ মনজুর আলম সহ অন্যরা। বৃক্ষরোপন কর্মসূচি ফজল বৃক্ষ হস্তান্তর করেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম মোনাজাত পরিচালনা করেন হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদের খতিব হযরতুলহাজ¦ মাওলানা ছৈয়্যদ ইউনুস রজভী। এছাড়াও সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলমের বাসভবনে সকালে খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামাত এর নেতৃবৃন্দ তাঁর সাথে মতবিনিময় করেন।
এসময় খাগড়াছড়ি আহলে সুন্নাত ওয়াল জামাত এর সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ রফিকুল আলম অত্র সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আকতার উদ্দিন মামুন, সহ-সভাপতি মাওলানা আবু তাহের আনছারী সহ অত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, “দরবার যার যার সুন্নিয়ত সবার” এই নীতি অনুসরণ করে আমরা সকলে সুন্নিয়তের জন্য অবদান রাখলে পবিত্র ইসলামের প্রচার ও প্রসার আরো বেগবান হবে।