1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
সংবাদ প্রকাশের পর ছায়েরা পেলেন সরকারি ঘর - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০২:৪০ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের পর ছায়েরা পেলেন সরকারি ঘর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬৭৫ বার পড়া হয়েছে

 

 

গণমাধ্যমে মানবিক সংবাদ প্রকাশের প্রেক্ষিতে বিধবা মোছাঃ ছায়েরা খাতুনকে সরকারি ঘর উপহার প্রদান করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার পানছড়ি এলাকা পরিদর্শনে গেলে ছায়েরা খাতুন সরকারির ঘর উপহার পেয়েছেন বলে অবগত করেন। এর আগে তাকে নিয়ে মানবিক সংবাদ প্রকাশ হয়। ওই সংবাদটি দৃষ্টিগোচর হয় তৎকালীন ইউএনও সত্যজিত রায় দাশের। তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালকে সাথে নিয়ে পানছড়িতে গিয়ে ছায়েরা খাতুনকে খাদ্যসামগ্রী ও সেলাই মেশিন উপহার প্রদান করেন। সেই সাথে তাকে আশ্রয়ণে সরকারি একটি ঘর ও বিধবা ভাতার কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিমতে ছায়েরা খাতুনকে সরকারি ঘর প্রদান করা হয়েছে। এদিকে বিধবা ভাতার কার্ড দ্রুত প্রদানের জন্যও চেষ্টা করা হচ্ছে বলে জানালেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল। ছায়েরা খাতুন বলেন, আমার স্বামী মারা গেছেন প্রায় ৯ বছর হয়। দুই সন্তানকে নিয়ে খুব অসহায় অবস্থায় কষ্টে আছি। এরমধ্যে সরকারি জমিতে বসবাস করে আসছিলাম। পরে বসবাসের ওই জমিটুকুও রিসোর্টের এলাকায় চলে যায়। ভেবে পাচ্ছিলাম না কি করবো? অবশেষে প্রতিবেদক এসে আমার মানবেতর জীবন যাপন নিয়ে একটি সংবাদ প্রকাশ করান। সেই প্রেক্ষিতে ইউএনও স্যার আমাকে চাল ও সেলাই মেশিন উপহার দিয়েছিলেন। পরে জমিসহ একটি সরকারি ঘরও পেয়েছি। এবার বিধবা ভাতার কার্ড পাওয়ার আশ্বাস পেয়েছি। এজন্য শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইউএনও এবং পিআইও মহোদয়ের প্রতি।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla