রাজু খান বানিয়াচং প্রতিনিধি
‘হাতে রেখে হাত, করি মানবতার কাজ’ এই শ্লোগান ধারণ করে বানিয়াচংয়ে যুবসমাজের উদ্যোগে আপনজন নামে একটি সামাজিক সংগঠন আত্নপ্রকাশ করেছে । এলাকায় বসবাসকারী ৬৮ জন যুবক ও প্রবাসী ১০ জন যুবক মিলে এ সংগঠন দাঁড় করিয়েছেন। গঠনকালে সবাই সদস্য হয়েছেন। বিশিষ্ট দুই সাংবাদিক ইমদাদুল হোসেন খান ও রায়হান উদ্দিন সুমনকে, সংগঠনের উপদেষ্টা হিসেবে রাখা হয়েছেন। একমাসের মধ্যে উপদেষ্টাদের নিয়ে সদস্যবৃন্দ সংগঠনের কমিটি গঠন করবেন। সংগঠনের সদস্যরা হলেন শেখ সবুজ, শাহিদুল হক সৌমক, জিয়াউল হক আতিক, শেখ রাব্বি, এস এম সানু, এস আর তাকসিন আহমেদ, খান মিলন, আহমেদ মোজাম্মিল, এনামুল আলম রাজ, সাকিব রেজা, শেখ সজিব, প্রত্যয় ভট্টাচার্য, নিবিড় আহমেদ তৌকির, শেখ কামরুল হাসান আদিল, নিশাদ সর্দার, আমিনুল ইসলাম নিয়ন, আকাশ সুলতান, আমিনুল হক, শাহিন মিয়া, ইমন মিয়া, প্রিন্স মামুন, রায়হান আলম, ইউ আর অনিক আহমেদ, আকিব মিয়া, পলাশ আহমেদ, এনামুল হক, আকাশ মিয়া, জিহাদ মিয়া, সজিব মিয়া, কাশেম মিয়া, আবজল মিয়া, পায়েল আহমেদ, দিলসাদ খান, নিহাদ খান, বাদশা মিয়া, আকাশ আহমেদ, শেখ রাকিব, অনিক দাশ, অর্নব আতিক, নবিন সরকার, সত্যপ্রিয় ভট্টাচার্য্য, সাগর মিয়া, উজ্জ্বল আহমেদ, সুহেল চৌধুরী, ফয়সল আহমেদ, মুহাদ্দিস আহমেদ, আবু কাওসার, সুমন দত্ত, সঞ্জিত গোপ, শেখ শুভ, সাগর জিহান, শেখ মাসুম, এস এম শাহ আলম, শেখ সাকিব, মোঃ জুয়েল, মোঃ দিলু মিয়া, শাহিন মিয়া, এস এম শাহিনুর, মোঃ রাসেল, মোঃ ফারদিন, মোঃ আনোয়ার মিয়া, মোঃ উজ্জল মিয়া, মোঃ হাবিবুর মিয়া, মোঃ কামরুল ইসলাম, মোঃ জুবায়ের, মোঃ তামিম, মোঃ ইউসুফ, মোঃ হৃদয়, প্রবাসী সদস্যরা হলেন রফিকুল ইসলাম মাসুদ, তারেক আহমেদ আলফু, জহিরুল ইসলাম, ফয়সল আহমেদ নাঈম, কামরুল ইসলাম, প্রিন্স রায়হান, শেখ জয় আহমেদ, জানে আলম, মাহফুজুর রহমান আকাশ ও জাহান্সীর আলম।