জামাল উদ্দিন
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, প্রবীন ও বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহীম স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৮ জুলাই ২০২৩ (শনিবার) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে সন্তান,আত্বীয়স্বজন সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি প্রধান করেছেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আমজদ,কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য হাজী আপ্তাত আলী কালা মিয়া। বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।