মোঃ নাছির উদ্দিন
গত ২৮ জুন কুমিরা ঘাটের অনাকাঙ্খিত ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। ৭ জুলাই সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলনে জাসদ নেতৃবৃন্দ গত ২৮জুন ঈদের আগের দিন জন্মভূমিতে ঈদ উদ্যাপনে সদ্বীপের উদ্দেশ্যে যাত্রা পথে কুমিরা ঘাটে অনাকাঙ্খিত ঘটনায় গ্রেপ্তারকৃতদের মামলা প্রত্যাহারেরও দাবী জানান। গ্রেপ্তারকৃত সন্দ্বীপের ৯ বাসিন্দার ঈদের আনন্দ মাতৃভূমির পরিবর্তে বিষাদে কাটে কারাগারে। গত ২৯ জুন ঈদের দিন গ্রেপ্তারকৃত ৯জনই জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফিরে গেলেও অনাকাঙ্খিত ঘটনায় দায়েরকৃত মামলাটি আদালতে আজও চলমান আছে। কুমিরা ঘাটের অনাকাঙ্খিত ঘটনায় জাসদ নেতৃবৃন্দের মামলা প্রত্যাহারের দাবীর সাথে একাত্মতা ঘোষনা করে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সন্দ্বীপের বাসিন্দা, দলের সহ-সভাপতি ও স্থায়ী কমিটির সদস্য নুরুল আকতার। উপস্থিত ছিলেন দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও স্থায়ী কমিটির সদস্য ওবায়দুর রহমান চুনু, সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, মাইনুর রহমান, আমিনুর রসূল বাবুল, বেলায়েত হোসেন, শহীদুল ইসলাম রিপন ও আহমেদ হোসেন নিজামী। এদিকে অনাকাঙ্খিত ঘটনায় দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন স›দ্বীপ অধিকার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।