নিজস্ব সংবাদদাতা
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীর সেতুটি ভেঙে গেছে। একইসঙ্গে ত্রিপুরা পল্লীর টিলায় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ৬ জুলাই সকালে এ তথ্য জানান ত্রিপুরা পল্লীর হেডম্যান চিত্তরঞ্জন দেববর্মা।
চিত্তরঞ্জন দেববর্মা জানান, বৃষ্টির কারণে মাটি নরম হয়ে যাওয়ায় টিলাটিতে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে। ফলে সেখান বসবাসরত ২৪টির মধ্যে ৫টি পরিবারকে অনেক আগেই অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
সরেজমিন দেখা গেছে, যাতায়াতের একমাত্র ব্রিজটি পাহাড়ি ঢলের কারণে ভেঙে গেছে। এ অবস্থায় পল্লীবাসী দুর্ভোগে পড়েছেন। শুধু তাই নয়, ছড়ার পাশে থাকা টিলার অনেকাংশ ধসে পড়েছে। এরমধ্যেই ঝুঁকি নিয়ে ১৯টি পরিবার এখনো সেখানে বসবাস করছে। সাতছড়ি বন্যপ্রাণী রেঞ্জ কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বলেন, ভ্রমণপিপাসুদের কাছে এ উদ্যানটি বেশ প্রিয়। এখানে যাতায়াত সহজ। রয়েছে বন্যপ্রাণীর বিচরণ। বৃষ্টিতে এ পাহাড়ের ত্রিপুরা পল্লীসহ বিভিন্ন টিলা ধসে পড়ছে। ব্রিজ ভেঙে গেছে। দ্রুত মেরামত প্রয়োজন।