চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সাবেক মেয়র ও মোস্তফা হাকিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, আলহাজ্ব মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউণ্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেছেন, আল্লাহর সান্নিধ্য পেতে উছিলার প্রয়োজন। আমাদের প্রিয় নবীজী, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ (সা.) আমাদের পথপ্রদর্শক দুনিয়া আখেরাতে মুক্তির উছিলা। নবীজীর পর পবিত্র ইসলাম প্রচার ও প্রসারে অলি আউলিয়াদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, হযরত সৈয়্যদ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) ধর্মপ্রাণ মানুষদের আস্থা ও বিশ্বাসের ঠিকানা। সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বলেন, ধর্মপ্রাণ জ্ঞানী-গুণী ও অলিদের পদাংক অনুসরণ ইসলামের শিক্ষা। তিনি অলি আউলিয়াদের পথে জীবন ধারনের পরামর্শ দেন। হযরতুলহাজ্ব আল্লামা হাফেজক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ (র.) এর ৩১তম সালানা ওরস মোবারক উৎযাপন উপলক্ষে আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে ৪ জুলাই ২০২৩ খ্রি. মঙ্গলবার, সন্ধ্যায় হযরত তৈয়ব শাহ (র.) জামে মসজিদ সংলগ্ন হযরত খাজা আবদুল হাকিম শাহ আল মাইজভাণ্ডারী (র.) এর মাজার প্রাঙ্গণে খতমে কোরানে পাক, মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে প্রধান মেহমান ছিলেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী। হযরত তৈয়ব শাহ জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব মাওলানা সৈয়দ ইউনুছ রজভী, সাবেক উপাধ্যক্ষ বাদশা আলম, সমাজসেবক নেছার আহমদ, অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, হাফেজ মাওলানা আবদুল মান্নান। পরে মুসল্লিদের মাঝে তবারুক বিতরণ করা হয়। এছাড়া সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলমের ব্যবস্থাপনায় আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত আগ্রাবাদ মিস্ত্রিপাড়া অবস্থিত তৈয়বিয়া পারভিন আকতার জামে মসজিদে বাদ আছর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে মোনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।