সন্দ্বীপ প্রতিনিধি
রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে সন্দ্বীপ উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানে দূর্নীতি বিরোধী প্রতিযোগিতা করে সন্দ্বীপ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি। তাদের মধ্যে প্রথম ও দ্বিতীয় হয় মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয় ও দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়। তাদের পুরুস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান ২৩ জুন সকাল ১০ টায় উপজেলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে সন্দ্বীপ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহ আকবর হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, ও মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের উপধাক্ষ্য সিরাজুল মাওলা, উপস্থিত ছিলেন দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক মাইনউদ্দীন, মুছাপুর আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, সিনিয়র শিক্ষক বিধান চন্দ্র দাস, সহ অনেকে অনুষ্ঠানে বিজয়ী আট জনকে সাটিফিকেট ও ক্রেষ্ট প্রদান করা হয়। এবং বৃত্তি স্বরুপ ২ জন কে ১২ হাজার টাকা করে প্রদান করা হয়।