পারভীন আক্তারের পৈত্রিক জায়গায় আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে এলাকাবাসীর সহযোগিতায় চট্টগ্রাম নগরীর ২৪নং ওয়ার্ড আগ্রাবাদের মিস্ত্রি পাড়ায় নির্মিত হয়েছে ‘তৈয়বিয়া পারভীন আক্তার জামে মসজিদ’। ২২ জুন ২০২২ খ্রি. বৃহস্পতিবার খতমে কোরআনে পাক, খতমে গাউসিয়া শরীফ, মিলাদ মাহফিল, পবিত্র জোহরের নামাজ আদায় এবং নামফলক উম্মোচনের মধ্য দিয়ে অত্র মসজিদটির শুভ যাত্রা শুরু হল। আল্লাহর ঘর এ মসজিদটির ফলক উম্মোচন করেন সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলমের পক্ষে তাঁরই সুযোগ্য পুত্র আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাহী পরিচালক ও মোস্তফা-হাকিম গ্রুপের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সরোয়ার আলম। মোনাজাত পরিচালনা করেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া কামেল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিউর রহমান। অত্র মসজিদ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত মুসল্লি সমাবেশে আলহাজ¦ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ও সমাজসেবক তরুণ শিল্প উদ্যোক্তা আলহাজ¦ মো: সরোয়ার আলম বলেন, আল্লাহর ঘর মসজিদ। এ মসজিদ নির্মাণে যারা ইট, বালু, সিমেন্ট, রড, টাইলস, ফ্যান সহ নানা সামগ্রী দিয়ে, অর্থ দিয়ে, শ্রম ও মেধা খাঁটিয়ে অবদান রেখেছে তারা সবাই সুভাগ্যবান। তিনি বলেন, আল্লাহ সকলের সহযোগিতাকে কবুল করুন। কাল কেয়ামত পর্যন্ত এই মসজিদ পৃথিবীতে জারি থাকলে এ মসজিদে বহু আল্লাহর বান্দা নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য লাভে সক্ষম হবে। তিনি বলেন, আমার বাবা সাবেক মেয়র এম. মনজুর আলমের ধ্যান-জ্ঞান সবই মানুষের জন্য এবং আল্লাহর রাহে। তৈয়বীয়া পারভীন আক্তার জামে মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: আবদুল হান্নান কাজল, অত্র মসজিদের কার্যক্রম সংশ্লিষ্টদের মধ্যে হাজী মো: সোলায়মান, গোলাম রব্বানী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ জাহাঙ্গীর, হাজী মো: শাহজাহান, মো: ওসমান হারুনী, আবদুস সালাম কোম্পানী, হাজী ইদ্রিস, আলী ফজল, মো: জাহেদ, মো: কাউসার, মাওলানা ইউনুস রজভী, মোরশেদ আহমদ, মো: শফি, মো: ইউসুফ সওদাগর, মো: ইদ্রিস, মো: সিরাজ, হাজী রফিকুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম, বাদশা আলম, ছালামত আলী আমিরী, মাহবুবুল হক সহ অন্যরা। মিলাদ পরিচালনা করেন মাওলানা সৈয়দ ইউনুচ রজভী, মাওলানা রাশেদুল আলম।