চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থ বছরের আওতায় চট্টগ্রাম মহানগর এলাকার গরীব, অসহায়,দূস্থদের মাঝে সরকারী যাকাত ফান্ডের ২৩,৩২০০০(তেইশ লক্ষ বত্রিশ হাজার হাজার)টাকা ২০ জুন মঙ্গলবার দুপুরে বিতরণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক বোরহান উদ্দীন মোঃ আবু আহসান এই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
যাকাতের অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাকিব হাসান। প্রধান অতিথি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের মানুষের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের দূস্থ অসহায় গরীব মানুষ যাতে সমাজে পূর্ণবাসিত হতে পারে, সেজন্যে সরকারি যাকাত ফান্ডের অর্থ প্রতি বছরই বিতরণ করা হয়।তিনি যাকাত গ্রহীতাদের প্রতি প্রাপ্ত যাকাতের অর্থ উৎপাদন খাতে খরচ করার আহবান জানান এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামান করে আল্লাহর কাছে দোয়া করার জন্য উপস্থিত সকলের প্রতি অনুরোধ করেন।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ এনায়েত হোসাইন সহ কর্মকর্তা/কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।