সাবেক জেলা পিপি এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরীর স্মরণে চট্টগ্রামে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন শনিবার বিকেলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে এই শোকসভার আয়োজন করা হয়। সংগঠনের চট্টগ্রাম ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাসেম এই সভায় সভাপতিত্ব করেন। সদস্য সচিব এএইচএম জিয়া উদ্দিনের সঞ্চালনায় শোকসভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
এ সময় ভূমি মন্ত্রী বলেন, এডভোকেট একেএম সিরাজুল ইসলাম চৌধুরী আজীবন হৃদয়ে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে গেছেন। আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি যেমন নিজের অবস্থান থেকে ভূমিকা রেখেছেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শের প্রশ্নেও তিনি ছিলেন আপসহীন। আইনজীবী হিসেবে তিনি যেমন অত্যন্ত সফল, একজন রাজনীতিবীদ হিসেবেও তিনি ছিলেন একজন অনলবর্ষী বক্তা। স্বাধীনতার স্বপক্ষে তার অবস্থান ছিল আমৃত্যু। প্রধান বক্তা মফিজুর রহমান বলেন, সিরাজুল ইসলাম চৌধুরী কেবলমাত্র একজন প্রথিতযশা আইনজীবীই ছিলেন না, তিনি আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী একজন প্রগতিশীল মানবিক মানুষ ছিলেন। শোক সভায় আরো বক্তব্য রাখেন এডভোকেট মাহবুব উদ্দিন, এডভোকেট মুজিবুল হক, এডভোকেট রতন কুমার রায়, জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বজলুর রশিদ মিন্টু, জেলা জিপি এডভোকেট নাজমুল আহসান খান, এডভোকেট মনোতোষ বড়ুয়া, এডভোকেট অশোক কুমার দাশ, মহানগর পিপি এডভোকেট আব্দুর রশীদ, এডভোকেট আইয়ুব খান, এডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী প্রমুখ।