জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রাম এর কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সিনিয়র সহ-সভাপতি, চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের প্রধান সমন্বয়কারী ও উপদেষ্টা মোহাম্মদ এরশাদুর রহমান চৌধুরী। জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল চট্টগ্রামের এক সভা সংগঠনের সভাপতি আবদুল খালেক চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় সম্প্রতি অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জেড. আর চৌধুরী বাবু, যুগ্ম সম্পাদক কালাচাঁদ ভট্টাচার্য (সীমান্ত), সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাগর, সহ-সাংগঠনিক সম্পাদক সুধাম দে, সহ-সম্পাদক আবু আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন রহমান, অনিক সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় মোহাম্মদ এরশাদুর রহমান চৌধুরী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নিস্ক্রিয় সদস্যদের বাদ দিয়ে কয়েকটি পদে কো-অপ্ট করে রেজুলেশনের মাধ্যমে অনুমোদন দেওয়া হয়।