1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
কালো জামের অসংখ্য ভালো গুণ - পূর্ব বাংলা
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রামু সাব-রেজিস্ট্রারের অবৈধ সম্পদের পাহাড় চাকরির কয়েক বছরের মধ্যেই বহু জমি জমা দালানের মালিক শিগগিরই বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ইসকনের ৭৫ জন ভক্ত ভারতে প্রবেশ   চান্দগাঁও কিশোর গ্যাং লিডার আহসানের নেতৃত্বে বাড়ি ঘর ভাংচুরের অভিযোগ কিশোর গ্যাং লিডার গ্রেফতার চট্টগ্রাম প্রেস ক্লাবে এটর্নী জেনারেলের মত বিনিময় সাংবাদিকদের হাত লম্বা, কিন্তু আইনের হাত আরো লম্বা চান্দগাঁও- এ পাম অয়েল দিয়ে ঘি তৈরি আড়াই লাখ জরিমানা ভারত সরকারকে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাইতে হবে – খেলাফত মজলিস ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মন্ত্রীর ঘনিষ্ট রেলওয়ে পূর্বাঞ্চলের ঠিকাদার শাহ আলম’র অনিয়ম তদন্তে মন্ত্রণালয় মাঠে নেমেছে ত্রিতরঙ্গের বর্ণাঢ্য হেমন্ত উৎসব ফিরিঙ্গী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা জামায়াতের

কালো জামের অসংখ্য ভালো গুণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩৩০ বার পড়া হয়েছে

গ্রীষ্মকালীন অনেক ফলই পাওয়া যায়। তবে সবচেয়ে আকর্ষণীয় ফল জাম। আমাদের দেশে সর্বত্র কম-বেশি জাম পাওয়া যায়। টক-মিষ্টি স্বাদযুক্ত ফলটির মাখা খেতে পছন্দ করেন বেশির ভাগ মানুষ। শুধু পুষ্টিগুণে নয়, স্বাদেও এই ফল অনেকেরই পছন্দ। জাম খেলে আপনি কী কী উপকার পাবেন, জেনে নেয়া যাক-

গরমের মৌসুমে ত্বকে একাধিক সমস্যা দেখা যায়। ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যেতে পারে। এছাড়াও সানবার্ন বা ট্যানের সমস্যাও দেখা দেয়। গরমের দিনে ত্বকের এই জাতীয় একাধিক সমস্যার সমাধানে কাজে লাগে জাম।

এই ফলে রয়েছে ভরপুর ভিটামিন সি। তার ফলে ব্রনের মতো সমস্যা দূর হয়। এছাড়াও ত্বকের জ্বালাপোড়া ভাব, লালচে দাগ ছোপ, র‍্যাশ এইসব সমস্যাও দূর করে গরমের মৌসুমের রসালো এই ফল। এ ছাড়া শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গে সঠিকভাবে রক্ত সঞ্চালনে সাহায্য করে জাম। এখানেই শেষ নয়। ব্লাড পিউরি ফায়ার অর্থাৎ অক্ত পরিশ্রুত করার কাজও করে জাম ফল।

প্রচুর পরিমাণে পটাসিয়াম রয়েছে এই রসালো ফলের মধ্যে। আর তাই এই ফল হার্টের জন্য খুবই ভালো এবং উপকারী। এছাড়াও এই ফলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপকরণ যা রক্তচাপ সুস্থিত রাখে, ধমনীগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে, যে কোনো ধরনের কার্ডিওভাসকুলার অসুখ থেকে আপনাকে দূরে রাখে।

জামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি। এই দুই ভিটামিন বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে। আর একই সঙ্গে বাড়ে হজমশক্তি। বদহজম, কোষ্ঠকাঠিন্য, ডায়েরিয়ার মতো সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করে এই ফল।

অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস, ভিটামিন রয়েছে জামের মধ্যে। এইসব উপকরণ আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। এই ফলের মধ্যে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপকরণ যা জীবাণু বা ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে রক্ষা করে।

জাম ফলের সাহায্যে ওজন কমানো যায়। এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ফলে এই ফল খেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকবে। এর পাশাপাশি এই ফল রসালো হওয়ার ফলে শরীর হাইড্রেটেড রাখে, যা গরমের দিনে খুবই দরকার। শরীর থেকে সমস্ত দূষিত বর্জ্য পদার্থ বের করে আনে এই ফলের মধ্যে থাকা বিভিন্ন উপকরণ। তার ফলে কমতে থাকে অতিরিক্ত মেদ।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla