1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িবহরে হামলা - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৩ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়িবহরে হামলা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচজন আহত হয়েছেন। তবে অক্ষত রয়েছেন আবদুল্লাহ আল নোমান।

শুক্রবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের নারিকেল বাগান এলাকায় আওয়ামী লীগের অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় খাগড়াছড়ি শহরজুড়ে থমথমে পরিস্থতি বিরাজ করছে।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়ার অভিযোগ করে বলেন, খাগড়াছড়িতে জেলা বিএনপির জনসমাবেশে যোগ দিতে আসার পথে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজাসহ পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে এমন হামলার নিন্দা জানাই।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন বলেন, বিএনপির নেতাকর্মীরা গাড়ি বহর নিয়ে হামলা চালালে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা প্রতিহত করেন।

এ ঘটনায় শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla