চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সম্মিলিত উদ্যোগে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক সভা বিগত ১৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর দোস্ত বিল্ডিং মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা গেরিলা কমান্ডার ফজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক ডিন ও চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো: সেকান্দর চৌধুরী, সভায় ১৫ আগস্টের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পংকজ কুমার দস্তিদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিছ, বীর মুক্তিযোদ্ধা এম.কে. রায়, বীর মুক্তিযোদ্ধা বিমল দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা আহমদ জমির, সাবেক ছাত্রনেতা শাহ আলম ইমন, সমাজকর্মী বিজয় ধর, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক, বীর মুক্তিযোদ্ধা জাফর আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সন্তান এ এস এম সেলিমুল আলম চৌধুরী, শ্রমিক নেতা কামাল উদ্দিন, নারীনেত্রী রোকসানা পলি, সাংবাদিক সুপ্রিয়া মন্ডল, জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধার সন্তান আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধার সন্তান আব্বাস উদ্দিন, মুক্তিযোদ্ধার সন্তান অধ্যাপক ফয়জুল কবির রুমি, মুক্তিযোদ্ধার সন্তান আমিনুল হক, মুক্তিযোদ্ধার সন্তান স্নেহজয় চৌধুরী টিটু প্রমুখ।
সভায় আগামী ১৫ই আগস্ট ২০২৩ জাতীয় শোক দিবস পালনের জন্য অধ্যাপক মো: সেকান্দর চৌধুরীকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, বীর মক্তিযোদ্ধা কিরন লাল আচার্য্য, বীর মুক্তিযোদ্ধা এম.কে রায়, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন-কে সহ-সভাপতি, বিজয় ধরকে সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা শাহ আলম ইমন কে সমন্বয়কারী এবং কোষাধ্যক্ষ এ এসএম সেলিমুল আলম চৌধুরী কে নির্বাচিত করে ৫০ সদস্য বিশিষ্ট জাতীয় শোক দিবস পালন পরিষদ গঠন করা হয়। এবারের কর্মসূচিতে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা-আবৃত্তি, সর্বশেষ অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও মেজবান।