1. admin@purbobangla.net : purbobangla :
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
দেশে পুরুষের চেয়ে নারী বেশি আইনকন্ঠের অফিস পরিদর্শন করলেন পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক ৩০০ আসনে নৌকার মনোনয়ন পেলেন যারা চট্টগ্রামে হেলে পড়েছে ৪ তলা ভবন জাতীয় নির্বাচন : মাঠে নামছে ৮ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়, আগুন সন্ত্রাসীদের সাথে নয় : তথ্যমন্ত্রী আমি আমার মরহুম পিতা বর্ষীয়ান রাজনীতিবীদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর আদর্শ লালন ও ধারণ করে মানুষ হয়েছি-ভুমিমন্ত্রী বোয়ালখালীতে ১৮ টি বসতঘর পুড়ে ছাই অবৈধ উপায়ে খোলা জ্বালানি তেল বিক্রির অভিযোগে কর্ণফুলীতে ৬ দোকানিকে জরিমানা শার্শা প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সভাপতি ইয়ানুর রহমান ও সাধারণ সম্পাদক সেলিম রেজা

ডব্লিউএইচওর প্রতিবেদন : করোনায় কমে গেছে ৩৩ কোটি আয়ুষ্কাল বছর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২০ মে, ২০২৩
  • ১৫২ বার পড়া হয়েছে

করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বে লাখো মানুষ অকালে প্রাণ হারিয়েছেন। এতে সামষ্টিক জীবন আয়ুষ্কাল প্রায় ৩৩ কোটি ৭০ লাখ বছর কমে গেছে।

শুক্রবার (১৯ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আন্তর্জাতিক বার্ষিক পরিসংখ্যান-সংক্রান্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ডব্লিউএইচও বলছে, ২০২২ সাল পর্যন্ত করোনা মহামারির তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা গেছে, হৃদ্‌রোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিতেও মৃত্যু ঝুঁকি বাড়ছে।বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, করোনা মহামারিতে বিশ্ব জুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা দুই কোটির কাছাকাছি হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে ২০২০ ও ২০২১ সালে করোনায় ৫৪ লাখ মানুষের নিশ্চিত মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে সম্ভাব্য মৃত্যুর সংখ্যা নিয়ে তারা যে পরিসংখ্যান করে থাকে, তাতে বলা হয়েছে, করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা ১ কোটি ৪৯ লাখ হতে পারে।

মাতৃমৃত্যুর হার এক-তৃতীয়াংশ এবং শিশুমৃত্যু ৫০ শতাংশ কমেছে। এইচআইভি, যক্ষ্মা ও ম্যালেরিয়ার মতো সংক্রামক রোগগুলোতে আক্রান্তের হারও উল্লেখযোগ্য হারে কমেছে। ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে বিশ্বের মানুষের গড় আয়ু ৬৭ বছর থেকে বেড়ে ৭৩ বছর হয়েছে।

করোনা মহামারির পর উচ্চ মানসম্পন্ন স্বাস্থ্য সুরক্ষায় অসাম্যসহ নানা কারণে ম্যালেরিয়া ও যক্ষ্মার ক্ষেত্রে অগ্রগতির প্রবণতা ভিন্ন দিকে মোড় নিয়েছে।

ডব্লিউএইচওর পরিসংখ্যানে দেখা গেছে, শুধু দুই বছরে করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে ৩৩ কোটি ৬৮ লাখ আয়ুষ্কাল বছর হারিয়ে গেছে। তারা সবাই বেঁচে থাকলে মোট ৩৩ কোটি ৬৮ লাখ আয়ুষ্কাল বছর বেশি হতো।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী প্রধান সামিরা আসমা বলেছেন, প্রতিটি মৃত্যুর ক্ষেত্রে গড়ে ২২ বছর করে জীবনবর্ষ নষ্ট হয়েছে।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla