মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের অভিযানে চোরাচালানকৃত ২,০০২ পিস শাড়ি ও লেহেঙ্গা সাদা ড্রাম ট্রাক(যাহার নাম্বারচট্ট মেট্রো শ-১১-৩২৪৬) গাড়ীর চালক মোঃ রায়হানকে আটক করেছে।
শুক্রবার (২৮ এপ্রিল) ভোর ৫টায় নগরের আকবর শাহ্ থানাধীন রাজবাড়ি রেস্তোরার নিকট থেকে গাড়ীসহ ভারতীয় সুতি কাপড়, লেহেঙ্গা ও থ্রীপিছসহ আটক করেন।
মহানগর গোয়েন্দা (উত্তর ও দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সোনাহর আলীর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আখতারউজ্জামান এর নেতৃত্বে টিম-৩১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে নগরীর আকবরশাহ থানাধীন রাজবাড়ি রেস্তোরার সামনে অভিযান পরিচালনা করে চোরাচালানকৃত ২,০০২ শাড়ি ও সারার (লেহেঙ্গা)সহ মোঃ রায়হানকে গ্রেফতার করেন।
সূত্রে জানা গেছে, গাড়ীতে মোট ৩১ বস্তা বিভিন্ন ধরনের কাপড় ছিল।
তাদের দাবী মতে, উল্লেখিত কাপড়ের মূল্য ৫০ লাখ টাকা।