মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্থ ৪ টি পরিবারকে আপদকালীন মানবিক সহায়তা করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।
শুক্রবার ( ২৮ এপ্রিল) দুপুরে মায়ানির ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এলিটের পক্ষে মিরসরাই উপজেলা যুবলীগের নেতাকর্মীরা এই সহায়তা পৌঁছেদেন।
কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট জানান, আমার নেতাকর্মীদের নির্দেশ দেয়া আছে মিরসরাই উপজেলার যেকোন প্রান্তে যে কোন দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি দ্রুত আপদকালীন মানবিক সহায়তা পৌঁছে দিবে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে মানবিক যুবলীগের আওতায় আমি এই খাদ্য সহায়তা দিয়ে যাবো।
মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের অন্তর্গত ৪ নং ওয়ার্ড হামিদ উল্লাহ ভুঁইয়ার নতুন বাড়িতে বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতবাড়ি পুড়ে যায়। ওই পরিবারের ১৬ জন সদস্যের জন্য উপস্থিত আগামী ১০ দিনের খাদ্য সহায়তা নেতাকর্মীদের মাধ্যমে প্রেরণ করেছি। এতে অসহায় পরিবারগুলো একটু হলেও উপকৃত হবে আশা করছি।