নাগরিক হাসপাতাল চট্টগ্রামের ব্যবস্থাপনা পরিচালক ডা. এনামুল ইসলাম তালুকদারের পিতা হাটহাজারী ধলই নূর- এ-মদিনা সুন্নিয়া হেফজ ও এতিমখানা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক, দানবীর আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম তালুকদার (৭০) গত ২৬ এপ্রিল, বুধবার চট্টগ্রামের একটি বেসরকারি হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৩ মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান। মরহুমের নামাজের জানাযা ঐদিন রাত ১০ টায় সোনাইরকুল মির্জা তালুকদার বাড়ীর নুরে মদিনা হেফজ ও এতিমখানা মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। নামাযের জানাযায় বিভিন্ন পেশাজীবী ও সর্বস্তরের মানুষের ঢল নামে। জানাযায় মুনাজাত পরিচালনা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কালিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আলকাদেরী। মরহুমের ইন্তেকালে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভান্ডারী, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, ধলই ইউপি চেয়ারম্যান আবুল মনসুর, নাগরিক হাসপাতাল চট্টগ্রামের কর্মকর্তা ও সকল কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।