মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কথার আলোকে, সেবামূলক সামাজিক সংগঠন চেতনা স্মার্ট কেয়ার ফাউন্ডেশন দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে আজ চন্দনাইশ, বরমা ইউনিয়ন পরিষদ সংলগ্ন, বধির সংস্থা কার্যালয়ে – ঈদ বস্ত্র বিতরণের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু করেন। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ বদির সংস্থার চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক বলরাম চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনার রাসেল চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন চেতনা স্মার্ট কেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী জনাব আহসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও সাংবাদিক এড. দেলোয়ার হোসেন, ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন “চেতনা স্মার্ট কেয়ার ফাউন্ডেশন” এর সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সংগঠক দেবাশীষ কান্তি বিশ্বাস।
অনুষ্ঠানের শেষে দুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে অতিথিবৃন্দ ঈদ বস্ত্র বিতরণ করেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দ অনুষ্টানে উপস্থিত ছিলেন।