মোস্তাফিজুর রহমান
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড লেবার কলোনীর পশ্চিম পার্শ্বে ওভারপুল রোড এলাকায় রাস্তা পারাপারের সময় শামীম নামে (১৭) বছরের এক ছেলে নিহত হন বলে জানা গেছে।১১ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে নিহতের এই ঘটনা ঘটে।নিহত শামীম ভোলা জেলার তজুম উদ্দিন থানার উদায় পুর রাস্তার মাথা গ্রামের মোঃ সিরাজ মিয়ার ছেলে। তারা লেবার কলোনী এলাকায় হক ভিলা থাকত।
শামীম নিহতের ব্যাপারে লেবার কলোনী এলাকার জনসাধারণ গণমাধ্যমেকে জানান,শামীম রাস্তা পারাপারের সময় কার্ভারভ্যানটি বেপরোয়া গতিতে এসে ধাক্কা দিলে শামীম ঘটনাস্থলে নিহত হন।
মালিক সমিতির চাঁদার টাকা তারাহুড়া করে নেওয়ার সময় কার্ভারভ্যানটি দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে কার্ভারভ্যানটির চাঁকার নিচে পরে শামীম মারা যান।
সূত্রে আরো জানা গেছে,মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে লন্ডলের একজন যাত্রী এয়ারপোর্টে যাওয়ার পথে ট্রাইলাসের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে লন্ডলের যাত্রী নিহত হন।
লেবার কলোনীর পশ্চিম পাশ সহ পূর্ব পার্শ্বে নতুন করে একটি ফুটওভার ব্রীজ দেওয়া হলে অকালে কাউকে আর জীবন দিতে হবে না বলে জানান এলাকাবাসীরা।
পরে ইপিজেড থানা থেকে পুলিশের দুটি গাড়ী ঘটনাস্থলে পৌঁছে ও কার্ভারভ্যান দুটি ইপিজেড থানায় জব্দ করা হয়।
নিহত শামীমের ব্যাপারে ওসি আব্দুল করিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নিহত শামীম এর পরিবার যদি মামলা করে আমরা মামলা নেব,বর্তমানে গাড়ীটি থানায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আব্দুল করিম।