সনাতনী রুদ্রজ মার্গ, বিশ্ব মানবতা, অবর্ণনীয় গোত্র এই তিনটি বাণীকে সামনে নিয়ে পথচলা রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশ-এর। গত ৭ এপ্রিল ২০২৩ শুক্রবার আন্দরকিল্লাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্রজ ব্রাহ্মণ পুরোহিত সংঘ বাংলাদেশের উদ্যোগে পুরোহিত প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে সংগঠনের সভাপতি প-িত অরুণ বিকাশ নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা, ধর্মীয় বক্তা মাস্টার দুলাল কান্তি নাথ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব কান্তি নাথ। সংগঠনের সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার নাথের সঞ্চালনায় পুরোহিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন শিক্ষক মীননাথ নাথ, আহ্বায়ক প-িত বাদল দেব নাথ, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সভাপতি রুপন কুমার নাথ, চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সহ-সভাপতি অজিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শিমুল কুমার নাথ, কাজল দেব নাথ, সন্তোস দেব নাথ, সুমন দেব নাথ, রনজিত দেব নাথ, সৌরভ ভৌমিক, প্রিয়তোষ দেব নাথ, অমলানন্দ নাথ, অরুণ কান্তি দেব নাথ প্রমুখ। উক্ত পুরোহিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে সারাদেশে নতুন নতুন পুরোহিত তৈরী হলে আমাদের পূজা পার্বণে পুরোহিতদের সংকট কেট যাবে।