মাত্র ১ মাসের কম সময়ে দুইশতাধিক অবৈধ গাড়ি জব্দ করেছেন টিআই মনিরুজ্জামান। মামলা করেছেন ৪০টি। টিআই মনিরুজ্জামান চকবাজার থেকে বদলী হয়ে বাকলিয়ায় যোগদান করার পর অভিযান চালিয়ে এসব গাড়ি জব্দ করেন।
চট্টগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম স্পট হলো কর্ণফুলী ব্রীজ আখতারুজ্জামান চৌধুরী চত্বর। এই চত্বরে হরখামেশা দূর্ঘটনা লেগে থাকে। যানজট নিরসন ও দূর্ঘটনা রোধে টিআই মনিরুজ্জামান দিনরাত কাজ করছেন বলে জানা গেছে। কর্ণফুলী ব্রীজ এলাকায় এখন একের পর অবৈধ গাড়ি আটক হচ্ছে। আতংক বিরাজ করেছে অবৈধ গাড়ি মালিকদের। এ কারণে অনেক গাড়ি মালিক ও চালকেরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে বলে খবর পাওয়া গেছে। ঈদকে সামনে রেখে অতিরিক্ত গাড়ি ভাড়া বাড়ানোর জন্য একটি চক্র পায়তারা করছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে।