শিক্ষাবিদ সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মানে ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল ২৮ মার্চ সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স নোঙর মাল্টি কুজিন রেষ্টুরেন্টে সংগঠনের সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মুফতি শেখ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা নাজিম উদ্দীন ভূইয়া, সাধারণ সম্পাদক মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, বাংলাদেশ মুজাহিদ কমিটি সন্দ্বীপ শাখার সদসর মাওলানা আবু বক্কর ছিদ্দিক, জাতীয় শিক্ষক ফোরাম সন্দ্বীপ শাখার সভাপতি মাস্টার মাকছুদুর রহমান, কালাপানিয়া হেদায়েতুল ইসলাম মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুল আফছার, আজিমপুর মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল হামিদ, ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সন্দ্বীপ শাখার সহ সভাপতি মাওলানা সানাউল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু সাইদ, ইসলামী ছাত্র আন্দোলন সন্দ্বীপ শাখার সভাপতি জিহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দৈনিক সমকাল প্রতিনিধি ইলিয়াস কামাল বাবু, সন্দ্বীপ প্রেস ক্লাবের ত্রান বিষয়ক সম্পাদক দৈনিক আজাদী সন্দ্বীপ প্রতিনিধি ওমর ফয়সাল, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার যুগ্ম আহ্বায়ক কালবেলা প্রতিনিধি কাউছার মাহামুদ দিদার, দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি আবদুর রহমান ইমন, সন্দ্বীপ টিভির খোদাবক্স সাইফুল ও খাদেমুল ইসলাম প্রমুখ।