সন্দ্বীপের শিক্ষা ক্রিড়া জনকল্যাণমুখী মানবিক সংগঠন বাদশা মিয়া ফাউন্ডেশনের উদ্যেগে দ্বীপের অসহায় গরীব মেহনতী ১৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
২৩ মার্চ বিকালে ২৩ বৃহস্পতিবার আয়েশা আনোয়ারা নুরীয়া মাদ্রাসা মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এর আগে সকাল থেকে ৬ টি ট্রাকে করে দ্বীপের বিভিন্ন ইউনিয়নের কর্মিদের মাধ্যমে বাড়িতে বাড়িতে ইফতার সামগ্রী পাঠানো হয়।
আয়েশা আনোয়ারা মাদ্রাসা মাঠে ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন ১৭ নং মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাদশা মিয়া ফাউন্ডেশনের সভাপতি এস এম আনোয়ার হোসেন, বাদশা মিয়া ফাউন্ডেশনের পরিচালক এস এম সাইফুল ইসলাম ছানু, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন, বাদশা মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাকছুদ আলম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক বাদল রায় স্বাধীন, মগধরা ইউপি সদস্য শহিদুল ইসলাম মাসুদ, বাদশা মিয়া ফাউন্ডেশনের সদস্য এস এম জাহেদুল ইসলাম জিহাদ, রাসেল, মামুন, নাছির উদ্দীন, ওবায়দুল হক সহ অনেকে।