জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুরের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি আঁকা প্রতিযোগিতা, ‘খোকা থেকে বঙ্গবন্ধু’ বিষয়ক রচনা প্রতিযোগিতা, সুন্দর হাতে লেখা ও বঙ্গবন্ধুকে নিয়ে সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ-এর সভাপতিত্বে বিদ্যালয় হল কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী।
সহকারী শিক্ষক মোহাম্মদ আবসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, অভিভাবক সদস্য লেখক-সাংবাদিক রফিক আহমদ খান, অসীম কুমার শীল, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ ফয়জুল হক, কামাল সওদাগর, সমাজসেবক আবুল কালাম আবু ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী তাঁর বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তিনি বাঙালি জাতির জন্য একটি স্বাধীন দেশ দিয়েছেন। অতুলনীয় কর্মের কারণেই আজ আমরা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করে আমরা তাঁকে স্বরণ করছি। শুধু আমাদের বিদ্যালয়ে নয়, বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আজ বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হচ্ছে। তোমরাও বড় হয়ে ভালো কাজ করবে, যেন অনেক মানুষ তোমার জন্মদিন পালনে আগ্রহী হয়। ভালো কাজ করলে একদিন পৃথিবীও তোমাকে স্বরণ করবে।” বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী তাঁর বক্তব্য শেষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন ছুঁড়ে দেন। প্রশ্নের সঠিক উত্তর দাতা শিক্ষার্থীদের নগদ অর্থ দিয়ে তিনি পুরস্কৃত করেন। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিক্ষার্থী জয়শ্রী শীল, আদর বড়ুয়া, অর্পণ সেন প্রমুখ।