চট্টগ্রামের সর্বস্তরের মুক্তিযোদ্ধাদের উদ্যোগে ১৭ মার্চ হতে ২১ মার্চ ২০২৩ খ্রি. পর্যন্ত ৫ দিনব্যাপী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানো’ শীর্ষক অসমাপ্ত আত্মজীবনীর প্রশ্নোত্তর বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং স্বাধীনতা মেলা মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কর্মসূচি ১৭ মার্চ শুক্রবার বিকাল ৩টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ৪টায় আলোচনা সভা, বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ.টি.এম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার)। চট্টগ্রামের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, রাজনীতিবিদ মফিজুর রহমান, কাউন্সিলর, ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, কাউন্সিলর আবদুস সালাম মাসুদ, জেলা পরিষদ সদস্য এইচ এম আলী আবরাহ দুলাল, ব্যবসায়ী আহমদ কবির দুলাল। ১৮ মার্চ, শনিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধুকে নিয়ে গান / দেশের গান প্রতিযোগিতা। বিকাল ৫টায় আলোচনা সভা। সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাঈনুদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল)। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জে. মোহাম্মদ শামীম আহসান। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: মাঈনুদ্দিন, ছাত্রনেতা ডা. বিদ্যুৎ বড়–য়া, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগ সভাপতি রাশেদুল আলম, কাউন্সিলর জহর লাল হাজারী, কাউন্সিলর জেসমিন পারভীন জেসী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক লুবনা হারুন। ১৯ মার্চ ২০২৩, রবিবার বিকাল ৩টায় আবৃত্তি প্রতিযোগিতা, বিকাল ৫টায় আলোচনা সভা, সভাপতিত্ব করবেন বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমেদ রাশেদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, প্রধান বক্তা থাকবেন মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম উপজেলা চেয়ারম্যান এসোসিসেয়েশন সভাপতি তৌহিদুল হক চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য নুরুল মোস্তফা সিকদার (সংগ্রাম)। এছাড়া প্রত্যেকদিন আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দর উপস্থিত থাকবেন।