1. banglapostbd@gmail.com : admin :
  2. admin@purbobangla.net : purbobangla :
ফুলকুঁড়ি আসরের ৪০তম ও ৪১তম লিডারশিপ ক্যাম্প’ ২৩ সম্পন্ন - পূর্ব বাংলা
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিক্ষক, সাংবাদিক- সম্পাদক একে এম মকছুদ আহমেদ স্বরণে জয়নাল আবেদীন মহিউচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মানপ্রদ আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব নেতৃবৃন্দের শোক ১৩ তম রাফি স্মৃতি টি-টুয়েন্টি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’২৫ ফাইনাল খেলা সম্পন্ন ইউনেস্কো ক্লাব এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা ক্ষমতার সামনে দাঁড়িয়ে সত্য বলার সাহস থাকাই হলো সাংবাদিকতা শহীদ সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত করলেন বিএনপি নেতা বিপ্লব মাওলানা শাহ সুফি মুহাম্মদ জামাল উদ্দিন মমিন (রঃ) এবং কবরবাসী স্বরণে ১ম বার্ষিক দোয়া মাহফিল

ফুলকুঁড়ি আসরের ৪০তম ও ৪১তম লিডারশিপ ক্যাম্প’ ২৩ সম্পন্ন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩৭০ বার পড়া হয়েছে

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪০তম ও ৪১তম লিডারশিপ ক্যাম্প সম্পন্ন হয়েছে। “চরিত্র আর একতায়, গড়বো ধরা শান্তিময়” স্লোগানে শিশু-কিশোরদের নিয়ে পৃথকভাবে চার দিন করে মোট আট দিনব্যাপী এই লিডারশিপ ক্যাম্পের আয়োজন করা হয়। দুটি ক্যাম্পে মোট ৮৫টি শাখা থেকে ডেলিগেট ছিল প্রায় ৬০০ জন এবং সংগঠক ছিল ১৫০ জন।

বীরশ্রেষ্ঠদের প্রতি সম্মান জানিয়ে ফুলকুঁড়ি আসর তাদের ৪০তম ও ৪১তম লিডারশিপ ক্যাম্পের রেজিমেন্টের নামকরণ করেছে ১৯৭১ সালে মাতৃভূমির স্বাধীনতার জন্য জীবন দেওয়া মহিউদ্দিন জাহাঙ্গীর, হামিদুর রহমান, মোস্তফা কামাল, মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, মুন্সি আব্দুর রউফ ছয় জন বীরশ্রেষ্ঠদের নামে। ডেলিগেটদেরকে ছয়জন বীরশ্রেষ্ঠদের নামে মোট ৬টি রেজিমেন্টে ভাগ করা হয় এবং সংগঠকদের রেজিমেন্টের নাম দেয়া হয় সানাউল্লাহ নূরী রেজিমেন্ট। ক্যাম্পের বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল ক্বেরাত, গান, আবৃত্তি, অভিনয়, উপস্থিত বক্তৃতা, আলোচনা নোট ও ফুলকুঁড়ি গেমস প্রতিযোগিতা। নানা কর্মসূচির মধ্যে ছিল জীবন পথের গান, আলোর ভুবন, হাতে কলমে শিখি, ফায়ার সার্ভিস প্রশিক্ষণ, শিশু-পার্লামেন্ট ও আনুষ্ঠানিক কুচকাওয়াজ।

৪০তম লিডারশিপ ক্যাম্প :

৪ মার্চ বেলুন উড়ানোর মাধ্যমে ৪০তম লিডারশিপ ক্যাম্প উদ্বোধন করেন ফুলকুঁড়ি আসরের খেলাধুলা ও ব্যায়াম উপদেষ্টা, প্রাক্তন প্রধান পরিচালক এ্যাডভোকেট এ কে এম বদরুদ্দোজা। সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ফুলকুঁড়ি আসরের সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। এছাড়া বিভিন্ন সেশনে অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক জাকারিয়া হাবিব পাইলট, এস এম মিজানুর রহমান, এম এ কে শাহিন চৌধুরী, এ্যাড অলী ইব্রাহীম ও আবরারুল হক।

ক্যাম্পটিতে ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন আসরের প্রধান পরিচালক হুমায়ুন কবীর। ডেপুটি ক্যাম্পচিফ ছিলেন সহকারী প্রধান পরিচালক সাইফুল ইসলাম এবং ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন আসরের কেন্দ্রীয় খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ছাব্বির আহমেদ। এ ক্যাম্পে ঢাকা, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, দিনাজপুর, কক্সবাজার, ফরিদপুর ও বগুড়া অঞ্চলের শাখাসমূহ অংশগ্রহণ করে। এতে বেস্ট ডেলিগেটের মর্যাদা অর্জন করে রাজশাহী মহানগরী শাখার ধীমান ফুলকুঁড়ি ফুয়াদ আল-আমিন এবং প্যারেড কমান্ডারের দায়িত্ব পালনের মাধ্যমে মাঠের কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করে ঢাকা মহানগরী অভিযাত্রী শাখার ধীমান ফুলকুঁড়ি সালেহীন হালিম।

৭ মার্চ আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন ফুলকুঁড়ি আসরের সভাপতি বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক মো. মুহিব্বুল্লাহ ও আইভিএফ এর সিইও জনাব মো. নজরুল ইসলাম শাওন।

৪১তম লিডারশিপ ক্যাম্প :

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও ফুলকুঁড়ি আসরের সভাপতি বিচারপতি আব্দুর রউফ এর হাতে বেলুন উড়ানোর মাধ্যমে ৮ মার্চ  ৪১তম লিডারশিপ ক্যাম্প উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসরের প্রাক্তন প্রধান পরিচালক মো. মুহিব্বুল্লাহ ও আইভিএফ এর সিইও জনাব মো. নজরুল ইসলাম শাওন।

ক্যাম্পটিতে ক্যাম্প চিফ হিসেবে দায়িত্ব পালন করেন আসরের প্রধান পরিচালক হুমায়ুন কবীর। ডেপুটি ক্যাম্পচিফ ছিলেন সহকারী প্রধান পরিচালক সাইফুল ইসলাম এবং ফিল্ড ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন আসরের শিশু দক্ষতা উন্নয়ন সম্পাদক মো. আল আমিন।

১১ মার্চ সমাপনী দিবসে আনুষ্ঠানিক কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সেন্টার ফর ন্যাশনাল কালচার এর নির্বাহী পরিচালক, ফুলকুঁড়ি আসরের সাংস্কৃতিক উপদেষ্টা জনাব মাহবুবুল হক।

৪১তম ক্যাম্পে অংশগ্রহণ করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও খুলনা অঞ্চলের শাখাসমূহ। এ ক্যাম্পে বেস্ট ডেলিগেটের মর্যাদা অর্জন করে পিরোজপুর শাখার অগ্রপথিক মো. মুছা সরদার এবং প্যারেড কমান্ডারের দায়িত্ব পালনের মাধ্যমে মাঠের কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করে ঢাকা মহানগরী শতদল শাখার ধীমান ফুলকুঁড়ি আইমান জুহাইর শাফিন।

শেয়ার করুন-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2021 purbobangla