চট্টগ্রাম জেলা বোয়াল খালি উপজেলার ঐতিহ্যবাহী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুঁ বাস ও দীক্ষা অনুষ্ঠান অধ্যক্ষ সুনীল কান্তি দাস মহোদয়ের সভাপতিত্বে অননুষ্ঠিত হয় । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরমেয়র জহুরুল ইসলাম জফুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নূরুল আমিন,ষ্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদ সহ সভাপতি সমাজ সেবক জাহিদুল হক,চট্টগ্রাম জেলা রোভার যুগ্ম সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, জেলা রোভার এলটি প্রতিনিধি কলেজ প্রার্ত্তন আর এস এল আফাজুর রহমান চট্টগ্রাম জেলা স্কাউটসের সিনিয়র সহ-সভাপতি শাহনেওয়াজ আলী মির্জা, কলেজ উপধ্যক্ক জনাব মহসিন উদ্দিন,জেলা স্কাউটস লিডার মোহাম্মদ সেলিম, প্রাক্তন সিনিয়র রোভার মেট কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউটস গ্রুপ সম্পাদক আলহাজ্ব এম, মছিবুর রহমান বাবুল ও ফাতেমা বেগম প্রমূখ।
আর এস এল হেলান উদ্দিন টিপুর সঞ্চালনায় তাবুঁ বাসে বিশ্বাসী,বন্ধু, বিনয়ী, সদয় মোট চার উপদল সিনিয়র রোভার মেট আবদুর রহমানের নেতৃত্বে উক্ত রোভার দল সুন্দর করে সাজানো হয়েছে। সহযোগিতা করেছেন কানুনগো পাড়া স্যার এটি কলেজ।