ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে আজ ৭ মার্চ ২০২৩ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। সকালে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন ও সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম এর নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রের চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে কেন্দ্রের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন এর সভাপতিত্বে এবং সম্মানী সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী প্রধান অতিথি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উৎপাদন) প্রকৌশলী জসিম উদ্দিন ভুইয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিল সদস্য প্রকৌশলী তৌকির আহমেদ চৌধুরী, নবনির্বাচিত কাউন্সিল সদস্য প্রকৌশলী সুমন বসাক, প্রকৌশলী আবুল ফজল মোহাম্মদ সাকিব আমান ও সিনিয়র প্রকৌশলী রেজাউল করিমসহ অন্যান্য প্রকৌশলীবৃন্দ।
সভাপতির বক্তৃতায় কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন বাঙালি জাতির ও বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ একটি আলোকবর্তিকা। তিনি বলেন, এই ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো, ইতিহাসের সেরা ভাষণ হিসেবে সংরক্ষিত করেছে। চেয়ারম্যান বলেন, অধিকার বঞ্চিত ও শোষিত জাতির কাছে মুক্তির বার্তা নিয়ে এসেছিল এই ভাষণ। তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার ক্ষেত্রে প্রকৌশলীদের অব্যাহত অবদান রেখে জাতির পিতার প্রতি অগাধ শ্রদ্ধা সমুন্নত করার আহবান করা হয়।