আগামীকাল ৫ মার্চ রোববার সকাল সাড়ে ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে। এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, আমার দেশ, দৈনিক দিনকালসহ বন্ধ মিডিয়া খুলে দেয়া, সাহসী সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অন্যায় আচরণ, শিক্ষা ও ব্যাংকিং খাতে চরম নৈরাজ্যকর পরিস্থিতি, রাজনৈতিক দমন-নিপীড়নের উপর বক্তব্য রাখবেন শিক্ষাবিদ, আইনজীবী, ডাক্তার, প্রকৌশলী ও সাংবাদিক নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট পেশাজীবী ও বিএনপি মহানগরের আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। উক্ত মতবিনিময় সভায় সম্মানিত সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দকে উপস্থিতি থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি ও সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী।