লেখক, কবি মুকলেছ উদ্দিন এর রচিত ৬ ফেব্রুয়ারী ‘২৩ ‘হাওড়া বাংলার, সোনার মানুষ’ নামক মহা কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন হয় । এই গ্রন্থটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদের জীবন ও কর্ম নিয়ে লেখা।প্রসংগত একটি কবিতায়, একটি বই , ১৭শত লাইন ও ৮০ পৃষ্টায় প্রকাশিত এই গ্রন্থটি।
হাজী তায়েব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই গ্রন্থের মোড়ক উম্মোচন করেন রাষ্ট্রপতির ছোট ভাই অধ্যক্ষ আবদুল হক । এই সময় উপস্হিত ছিলেন রাষ্টপতির ছোট বোন ও উপজেলা চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা মিঠামইন কিশোরগঞ্জ আওয়ামী লীগের সভাপতি সমির কুমার বৈঞ্চব, উ্চ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাস চন্দ্র বৈঞ্চব , অন্যন্যা শিক্ষক -শিক্ষিকাবৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ।