২২ফেব্রুয়ারী নগরীর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় মাঠে একুশে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মানব বন্ধন ব্লাড ডোনার্স সোসাইটির উদ্যাগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ সাহাব উদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল, সিনিয়র শিক্ষক শিবির রঞ্জন ঘোষাল সরকার, বাবু সুভাশীষ নন্দী,ব্লাড ডোনার্স সোসাইটির সভাপতি গোবিন্দ হাওলাদার, সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র বেপারী, স্থানীয় ক্রীড়া সংস্থার সংগঠক ও সাংবাদিক মু বাবুল হোসেন বাবলা,এম শাহেদুর রহমান শাহেদ,ল্যাব টেকনেশিয়ান জহিরুল ইসলাম নিলয়, আয়োজক সংগঠনের সহ-সভাপতি শিব শংকর, সদস্য তাসনিম শুভ, সবুজ ও শাকিল প্রমুখ। দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অত্র এলাকার প্রায় ৫শতাধিক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে তাদের নিকট একটি গ্রুপ কার্ড বিনামূল্যে প্রদান করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হাজী সাহাব উদ্দিন বলেন, সকল সামাজিক কর্মকাণ্ডে ছাত্র জনতা কে সম্পৃক্ত করতে পারলে দেশের জন্য অগ্রগতি হবে। তা,সকল কে ভালো কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।