২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করার লক্ষ্যে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার (সিআরসি) সাব কমিটির এর উদ্যােগে ২১শে ফেব্রুয়ারী ২০২৩ মঙ্গলবার সকাল ৭টায় চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল মাঠের শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়৷
এদিন ভোর ৭.৩০ টায় সংগঠনের চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার(সিআরসি) সাব কমিটি আইসিএসবি’র চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন এফসিএস’র নেতৃত্বে অন্যান্য সদস্যবৃন্দ ও চট্টগ্রাম অঞ্চলের আইসিএসবি’র ছাত্র ও তাদের পরিবারের সদস্যগণ একত্রে ব্যানারসহ নিউ মার্কেট প্রদক্ষিণ করে মিউনিসিপ্যাল স্কুল শহীদ মিনারে মহান ভাষা আন্দোললে আত্মদানকারী সকল শহীদ ও বীর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধ্যার্ঘ্য অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে আইসিএসবি- চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটির চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন এফসিএস এর সভাপতিত্বে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম ষ্টেশন রোডের এক রেষ্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আইসিএসবি- চট্টগ্রাম রিজিওনাল চ্যাপ্টার সাব কমিটি চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন এফসিএস, সদস্য রেয়াজুল হক সিকদার এফসিএস, সদস্য মসিহর রহমান এফসিএস, সদস্য সচিব মোহাম্মদ সোহেল আমিন এসিএসসহ, চট্টগ্রাম অবস্থানরত আইসিএসবির শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।