মায়ের ভাষায় কথা বলার জন্য ১৯৫২ সালে সালাম, রফিক, বরকত, জব্বার ও সফিকসহ অসংখ্য দামাল ছেলেরা বুকের তাজা রক্তে রাজপথ লাল করেছিল। শহীদের রক্তের পিছিল পথ বেয়ে অর্জিত হয়েছে বাঙালির ভাষার অধিকার। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন। তিনি ২০ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. এক বার্তায় ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, ১৯৫২ সালের পথ ধরেই আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতার জন্যই আমাদের মাতৃভাষা দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। তিনি এ দিনে মহান ভাষা শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।