পবিত্র শবে মেরাজ (সা.) উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ এম. মনজুর আলম প্রতিষ্ঠিত হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি. বাদে জুমা তৈয়ব শাহ জামে মসজিদ ও এইচ এম ভবন অডিটরিয়ামে দোয়া মাহফিল ও মোনাজাত এবং মিসকিনদের মাঝে তবারুক বিতরণ অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ্ব হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠা, মোস্তফা হাকিম গ্রুপের চেয়ারম্যান, সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম। অনুষ্ঠানে সাবেক মেয়র আলহাজ্ব এম. মনজুর আলম বলেন, আল্লাহর রসুল মেরাজ শরীফের মাধ্যমে আল্লাহর দিদার লাভ করেন। আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দেন। আল্লাহ রসুলকে বেহেস্ত-দোযক এবং আল্লাহর অনেক নির্দশনও দেখান। তিনি বলেন, নবীদের সর্দার মানবজাতির মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.) আল্লাহর প্রিয় বান্দা ও বন্ধু। এ নবীর উছিলায় আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন। তিনি ধর্মপ্রাণ সকলকে আল্লাহ, আল্লাহর রসুল, অলি-আউলিয়াদের পথ অনুসরণ করে জীবন জীবিকা নির্বাহের আহবান জানান। এই ধর্মীয় অনুষ্ঠানে হযরত খাজা মঈনুদ্দীন চিশতী খাজা গরীবে নেওয়াজ দরবার শরীফের হাজী পীর সৈয়দ রওশন হোসেন চিশতী ও পীর সৈয়দ রুবেল হোসেন চিশতী, আলহাজ্ব হোছনে আরা ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক আলহাজ¦ মোহাম্মদ ফারুক আজম, আলহাজ¦ মোহাম্মদ সাহিদুল আলম, খতিব আলহাজ¦ সৈয়দ মোহাম্মদ ইউনুস রজভী ও বাদশা আলম সহ অন্যরা উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন পীর সৈয়দ রওশন হোসেন চিশতী। মোনাজাতে দেশ ও জাতির সুখ শান্তি কামনা করা হয়। পরে চাউল, টাকা ও তবারুক দুস্থদের হাতে তুলে দেন সাবেক মেয়র এম. মনজুর আলম।