আজ ১৭ ফেব্রুয়ারী শুক্রবার বেলা ৩টায় বহদ্দারহাট মোড়ে “বাংলা প্রচলন উদ্যোগ” এর পথ সভা ও বিক্ষোভ মিছিল প্রজন্ম চট্টগ্রামের চৌধুরী জসিমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় বক্তারা স্বাধীনতার ৫২ বছর পরেও বাংলার জন্য রাজ পথে আন্দোলন করাকে দুঃখ জনক মনে করেন।
সংবিধান,আইন,ও উচ্চ আদালতের নির্দেশের পরও সর্বত্র বাংলা প্রচলন না হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন।
যানবাহন ও প্রতিষ্ঠানের নামফলক বাংলায় করার মধ্যে দিয়ে প্রকৃত ভাষা ও মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানোর দাবী হয়।
বহরদ্দারহাট মোড় থেকে বিক্ষোভ মিছিল সহ নতুন চাঁদগাও থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়।এবং বাস কাউন্টারে যানবাহনে নামফলক বাংলায় লেখার প্রচারন চালানো হয়।
সভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, গন অধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক
মশিউর রহমান খান,জানে আলম,আব্দুল মাবুদ,দিলরুবা খানম,মোহাম্মদ আকরাম হোসেন,মো.হারুন,করিম উল্ল্যা চৌধুরী,এম কাইছার উদ্দীন,মোরশেদ আলম,ইকবাল হোসেন,এহতেশামুল হক রায়হান ইসমাইল,মোঃশিহাব হোসেন,নেছার আহম্মদ খান,নুরুল কাদের,কাইছার সিকদার,নারায়ন দাশ,হেমায়েত উল্লা মানিক প্রমুখ।