খুলশী ক্লাবের উদ্যোগে এবং জিরি গুরা মিয়া-ছবুরা ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় বিনামুল্যে ১৯ জন চক্ষুরোগীর ছানি অপাররশন গত ১৬ ফেব্রুয়ারি নগরীর শেভরন আই হাসপাতালে সম্পন্ন হয়। খুলশী ক্লাবের সভাপতি আলহাজ্ব শামসুল আলম ব্যক্তিগত অর্থায়নে বিগত এক যুগের বেশি সময় পটিয়ার বিভিন্ন ইউনিয়নের প্রায় ১ হাজারের অধিক রোগীকে চক্ষু ছানি অপারেশন ইতিমধ্যে সুসম্পন্ন করা হয়। খুলশী ক্লাবের সাধারণ সম্পাদক ডাঃ এম.এ.করিমের নেতৃত্বে চক্ষু ছানি অপারেশনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ তাসমিয়া তাহমিদ, ডাঃ আবদুল মান্নান, ডাঃ গোলাম জিলানী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর, খুলশী ক্লাবের অর্থ সম্পাদক মোঃ শওকত আলী তালুকদার, ইঞ্জিনিয়ার মোঃ শামসুদ্দীন, মোঃ ইয়াসিন। দোয়া ও মুনাজাত করেন মাওলানা মোঃ ইউনুস প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্যে শামসুল আলম বলেন মানুষের কল্যাণে আনন্দ অন্তনির্হিত। নিজের সাধ্য অনুযায়ী সবসময় মানুষের পাশে থাকার চেষ্ঠা করি। তিনি বলেন সকলের সম্মিলিত প্রয়াসে নিজ নিজ অবস্থান থেকে আমাদেরকে দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। তিনি চিকিৎসবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।