হযরত গাউছুল আজম বাবা ভান্ডারী’র কেবলা কাবার সুযোগ্য উত্তরসুরী, গাউসিয়াতে গুপ্ত ধন ভান্ডারের অধিপতি, আদরের বড় নাতী আওলাদে রাসুল ও আওলাদে গাউছুল আজম মাইজভান্ডারী হযরত গায়েবী ধন (কঃ) মহান পবিত্র বার্ষিক ওরশ শরীফ ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ফটিকছড়ির আজিম নগরে গাউছিয়া গায়েবী ধন মঞ্জিল-এ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। কর্মসুচীর মধ্যে রয়েছে গোসল শরীফ, গিলাফ ছড়ানো, মিলাদ মাহফিল, খতমে কোরআন, খতমে গাউছিয়া ও তবারুক বিতরণ। আখেরী মোনাজাত পরিচালনা করবেন হযরত গায়েবী ধন কেবলার সুযোগ্য উত্তরসুরী আলহাজ্ব শাহ্ ছুফি সৈয়দ আবুল মনছুর আল-মাইজভান্ডারী।
উক্ত ওরশ শরীফে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারাদেশের হাজারো ভক্তবৃন্দদের উপস্থিত হওয়ার জন্য আঞ্জুমানে আশেকানে হযরত গায়েবী ধন মাইজভান্ডারীয়া’র পক্ষ থেকে শাহজাদা শাহ্সূফী সৈয়দ ইরফানুর রহমান মিজান আল-হাছানী আল মাইজভান্ডারী আহ্বান জানিয়েছেন।